একদিন সম্ভবত দাদাকে জিজ্ঞেস করছিলাম যে সবকিছু যদি ঈশ্বরের ইচ্ছামতো হয় তাহলে আমার ইচ্ছার দাম কই? আমার কৃতকর্ম কেনো ম্যাটার করবে? আবার যদি সবকিছু আমার ইচ্ছামতো হয় তাহলে ঈশ্বর কেনো ম্যাটার করবে? ভয়লা! ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজম।