তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে এনট্রপি সময়ের সাথে বাড়ে। "সময়" নিজেও আসোলে সময়ের কাছে গুরুত্বহীন! সময় আসোলে পরিবর্তনের পরিমাপ। স্পষ্ট করে বললে এনট্রপি পরিবর্তনের পরিমাপ! আর তাপগতিবিদ্যার ২য় সূত্র মতে এনট্রপি পরিবর্তনের প্রক্রিয়াটা একমুখী। অর্থাৎ সময় একটা একমুখী তীর! যাকে Arrow of time বলা হয়।