SMJ Logo SMJ

টুকুন আর তার স্বপ্ন

একটি ছোট্ট ছেলের স্বপ্ন এবং তার প্রযুক্তি যাত্রা।

সদ্য কৈশোরে পদার্পন করা টুকুনের মাথায় অনেক চিন্তাভাবনা। সবকিছু কিভাবে কাজ করে, এলোই বা কোত্থেকে, মহাবিশ্বটা কতোটা বড়ো, এর বাইরে কি আছে...

এমনকি সে স্বপ্ন দেখে একদিন সে গুগলকে কিনে ফেলবে! 😑 সেজন্য সে বিজ্ঞানের পাশাপাশি প্রযুক্তির দিকেও মনোনিবেশ করা শুরু করলো।

প্রথমে সে ভাবলো এই যে এতো শতো স্মার্ট ডিভাইস, এদের একেকটার অপারেটিং সিস্টেম একেক, আবার এক সিস্টেমের অ্যাপ্লিকেশন আরেক সিস্টেমে চলেনা। যদিওবা তাদের কাজ একই। তো টুকুন ভাবলো সে ভবিষ্যতে এমন একটা সিস্টেম বানাবে যাতে এই সীমাবদ্ধতা থাকবেনা। এই চিন্তাভাবনা এবং নোট করার পুরো সময়টা জুড়ে তার সাথে ছিলো তার পছন্দের মোবাইল ফোন।

এই চিন্তার গভীরতা এবং তার নিজের সীমাবদ্ধতা গুলি বুঝতে পারার পর টুকুন তার স্বপ্ন গুলোকে একটু ছোটো করা শুরু করলো। এবার আর পুরো অপারেটিং সিস্টেম নয়, বরং বহুল জনপ্রিয় একটা পাবলিশিং প্লাটফর্মের পাবলিশিং টুলের পিছনে লাগা যাক! প্রথমে সে ওই প্লাটফর্মে এক্সপার্ট তার এক বন্ধুর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলো। যুক্তি ছিলো পাবলিশিং টুলে কনস্ট্রেইন্ট না রেকে ক্যানভাসের মতো করার। এই চিন্তাভাবনা এবং আলোচনা করার পুরো সময়টা জুড়ে তার সাথে ছিলো তার পছন্দের মোবাইল ফোন।

ব্যক্তিগত কারণে বন্ধুমহলে ঝামেলা হওয়ার পর টুকুন শুধু অর্থনৈতিক সীমাবদ্ধতাই নয়, বরং সামাজিক সীমাবদ্ধতার বিষয়টাও বুঝতে বাধ্য হলো। তখন সে তার স্বপ্নকে আরও একটু ছোটো করে ফেললো। এবার আর কোনো সিস্টেম কিংবা প্লাটফর্ম নয়, বরং একটা অ্যাপ্লিকেশনের দিকে মনোনিবেশ করা যাক। সে ভাবলো এমন একটা অ্যাপ্লিকেশন বানালে কেমন হয় যা সিমুলেশন এবং এনিমেশন ব্যবহার করে প্রাকৃতিক নিয়মাবলি শিখতে সাহায্য করবে? এবার আর বন্ধুবান্ধব বা পিয়ার্স নয়, ছোটো ভাই ব্রাদারদের সাথে নেওয়ার পরিকল্পনা করলো, যাতে সামাজিক সমস্যাগুলো মিনিমাল থাকে। কিছু ছোটো ভাই ব্রাদারদের সাথে শেয়ার করলো। তারা আগ্রহও দেখালো। এই পুরো সময়টা জুড়ে তার সাথে ছিলো তার পছন্দের মোবাইল ফোন।

পুনশ্চঃ অপারেটিং সিস্টেমের বিষয়টার ঠিক বছর পাঁচেক পর ওই ওরকম একটা আইডিয়ার অপারেটিং সিস্টেমের কোডবেজ নিয়ে হাজির এক টেক জায়ান্ট!

পাবলিশিং প্লাটফর্মের পাবলিশিং টুলটার বিষয়টার ঠিক বছর ঘুরতে না ঘুরতেই ওই প্লাটফর্মই ওরকম একটা টুলের জন্য প্রজেক্ট এনাউন্সমেন্ট করলো।

বাঁকি রইলো ওই সিমুলেশন অ্যাপ্লিকেশন। পুরোপুরি এক না হলেও বিশাল লাইব্রেরী নিয়ে হাজির হলো এক নলেজ প্লাটফর্ম!

আর এই পুরোটা সময় জুড়ে তার সাথে ছিলো তার পছন্দের মোবাইল ফোন! 🙃

কন্সপিরেসিরমায়েরেবাপ 😁